অধাতু মৌলের ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথের বেজোড় ইলেকট্রন সংখ্যা ঐ মৌলের যোজ্যতা নির্দেশ করে । অধাতব মৌলের সর্বশেষ কক্ষপথের উপস্তরসমূহের মধ্যে ইলেকট্রন পূনঃবিন্যাসের কারণে বেজোড় ইলেকট্রন সংখ্যা পরিবর্তিত হয় ।যোজনীকে অন্য পরমাণুকে আকর্ষণের ক্ষমতা হিসেবে প্রকাশ হয় । এই বেজোড় ইলেকট্রন যোজনী হিসেবে ধাতুর সাথে আয়নিক এবং অধাতুর সাথে সমযোজী বন্ধন গঠন করে । তথ্যসূত্র ও বিস্তারিতঃ রসায়ন,পঞ্চম অধ্যায়,নবম দশম শ্রেণি ।