শেয়ার করুন বন্ধুর সাথে
MdSahidul

Call

এ মাসের ৩০ তারিখ দিবে!!

জেএসসি বৃত্তির রেজাল্ট ২০১৭ মার্চ-এপ্রিল এর আগে দেবে না কারণ প্রথমত জেএসসি রেজাল্ট প্রকাশিত হবে তারপর নাম্বারের যোগফল তৈরি হবে এবং তা হতে সর্বোচ্চ নম্বরধারী বাছাই প্রক্রিয়া হবে ।দ্বিতীয়ত কোটা অনুযায়ী উপজেলা ভিত্তিক ট্যালেন্টুল ও সাধারণ কোটায় বৃত্তির ফলাফল প্রকাশ করা হবে আবার এ লিষ্ট পাঠানো হবে উপরে কতৃপক্ষের কাছে ।মূলতঃ এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার তাই সময় তো লাগবেই ।গতবছর জেএসসি বৃত্তির রেজাল্ট হয়েছিল এপ্রিল এর শেষের দিকে ।তাই রেজাল্ট হওয়ার পর কয়েক মাস পর সাধারণত এ ফলাফল প্রকাশ করা হয় ।