মাষ্টার্স এ ( পিলি তে) ভর্তি হতে কি কি কাগজ লাগে?
শেয়ার করুন বন্ধুর সাথে

আপনার এস.এস.সি থেকে শুরু করে অনার্সের সকল একাডেমিক পত্রই মাস্টার্সে ভর্তির সময় দিতে হবে।

মাস্টার্স প্রথম পর্বে ভর্তি হতে গেলে আপনাকে আপনার এসএসসি, এইচএসসি এবং ডিগ্রি ( পাস কোর্স) পাসের মূল সনদ পত্র, মূল নম্বরপত্র, প্রশংসা পত্র, আপনার ছবি লাগবে। এছাড়া ডিগ্রীর রেজিস্ট্রেশন এর কাগজটা ও লাগতে পারে।