স্থানাঙ্ক জ্যামিতি : সরলরেখাংশের বহির্বিভক্তি অন্তর্বিভক্তি...

বহির্বিভক্তি  ও অন্তর্বিভক্তি এর মানে কি???? 

সম্ভব হলে উদাহরণ  দিন।।।।

তাড়াতাড়ি উত্তর টা দিবেন প্লিজ।


শেয়ার করুন বন্ধুর সাথে
A আর B বিন্দু দিয়ে যদি একটি রেখাংশ আঁকা হয়, C বিন্দু যদি( AB রেখার উপর অবস্থিত) A ও B এর মাঝে থাকে তবে বলা হয় C, AB কে AC/CB অনুপাতে অন্তর্বিভক্ত করে।
যদি C, AB রেখাংশের বাইরে (ডানে বা বামে AB রেখার উপর)
অবস্থিত হয়,তবে বলা হয় C বিন্দু AB রেখাংশকে AC/CB অনুপাতে বহির্বিভক্ত করে।