৩০,০০০ টাকার মধ্যে আপনি অবশ্যই মোটামুটি ভালো মানের কম্পিউটার পাবেন । যেমন, Lenova,semsung ইত্যাদি তবে যত দামেরই কিনেন না কেন,এটার স্থায়িত্ব নির্ভর করবে অনেকাংশ আপনার ব্যবহারের উপর । অনেক সময় নিজের অযত্ন এবং ভুল ব্যবহারের করনে কম্পউটারে সমস্যা আসতে পারে।