শেয়ার করুন বন্ধুর সাথে
Manik Raj

Call

নীতিমালা ভঙ্গ করলে বলতে, আপনি যখন প্রশ্নের সম্পূর্ণ উত্তর প্রদান করবেন না,আংশিক, অমানসম্মত,এই গুলো উত্তর যখন একাধিক প্রশ্নে উত্তর প্রদান করবেন,আপনাকে প্রথমত সর্তক করা হবে,তারপর সর্তকতা করার পরেও যদি একই ভুল বার বার করবেন ঠিক তখনেই আপনার অ্যাকাউন্ট বিস্ময়ের প্রশাসক অথবা বিস্ময়ের সমন্বয়ক সাময়িকের জন্য ব্লক করবেন। তারপর আপনার সমস্ত উত্তরগুলো অ্যাডমিন প্যানেলের যেকেউ একজন ভেরিফাই/ রিভিউ করবেন যেগুলো উত্তর বিস্ময়ের নীতিমালার নিয়মানুযায়ী গ্রহনযোগ্য হবে শুধুমাত্র সেইগুলো উত্তরেই আপনার রাখা হবে আর যেগুলো মানসম্মত/গ্রহনযোগ্য না, সেগুলো উত্তর হাইড করে দেওয়া হবে। এর এই নিয়মেই আপনার পয়েন্ট কমে যাবে,এছাড়া আপনার পয়েন্ট কেটে রাখবেন না।