CChanbadsha

Call

হ্যা আপনি পড়ালেখার ক্ষতি না করে আউটসোর্সিং করতে পারবেন .এজন্য আপনাকে একটি সুনিদিষ্ট রূটিন তৈরী করতে হবে এবং সে অনুযায়ী অর্ধেক সময় আউটসোর্সিং আর অর্ধেক সময় লেখাপড়া এবং আরও অন্য কাজ কর্ম করতে পারবেন .

অবশ্যই আপনি তা করতে পারবেন। কিন্তু তার আগে আপনাকে ভাবতে হবে, আমি কত সময় ফ্রি থাকেন? কাজ করতে আপনাকে নুন্যতম ৪ঘন্টা সময় দিতে হবে। আপনি কি পারবেন? যদি সময় দিতে পারেন তাইলে ভাল। আর হা টাকার নেশা একবার পেলে আপনার পড়ালেখা যে ক্ষতি হবে না তা কিন্তু নয়। সব কিছু ভাবার বিষয় এখন আপনার।

Call

আউটসোসিং করতে গেলে পড়ার ক্ষতি হতে পারে যখন অাউটসোসিং করতে যাবেন তখন যদি খুব বেশি টাকা অাসে তখন পড়া লেখা অার ভালো লাগেনা। নিজের অভিজ্ঞতা থেকে বলছি সারাক্ষণ পড়াশুনা বাদ দিয়ে আউটসোসিং করতাম এতে লেখাপড়া এবং রেজাল্ট এর খুব ক্ষতি হয়। তাই ভালো হয় ভালোভাবে লেখাপড়া করুুন তারপর অাউটসোসিং করুন। যদি লেখা পড়া করেও কিছু সময় থাকে তাহলে সে সময় টিকে অাউটসোসিং কাজে লাগাতে পারেন।