শেয়ার করুন বন্ধুর সাথে

দুইটা দৃষ্টিকোণ থেকে দেখলে কোরআনের মহান বাণীকেই সত্য বলবো। আজ হয়তো বিজ্ঞানী রা এটার পেছনে হাজারটা যুক্তি দেখাবে। তবু পৃথিবীর রহস্য আল্লাহ ই ভাল জানে। এমন হতেই পারে বিজ্ঞানের সকল যুক্তি খন্ডন হবে। কোরআনের উর্ধ্বে কোন কিছু পারে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনার কথাটা পুরোপুরি ঠিক নয়।

কুরআন শুধু সূর্যের ঘুর্ণনের কথা বলে না। বরং মহাকাশের সবকিছুই ঘুরে-চলমান— সেটা বলে। 

সূরা ইয়াসিন : ৪০ নম্বর আয়াতের শেষে বলা হচ্ছে, "আর (মহাকাশের) সবকিছুই আপন আপন কক্ষপথে সন্তরণ করে।" 

সুতরাং কুরআন বলে না যে, শুধু সূর্যই ঘুরে। বরং বলে, মহাকাশের যত গ্রহ নক্ষত্র আছে, সবই আপন আপন কক্ষপথে ঘুরে।

আর 'পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে'— বিজ্ঞানের এই কথাও ঠিক আছে। সাথে সাথে বিজ্ঞান এই কথাও বলে, সূর্য তার গ্রহ উপগ্রহ সবকিছু নিয়ে নিজ গ্যালাক্সি প্রদক্ষিণ করছে। অর্থাৎ, সূর্যও আপন কক্ষপথে ঘুরছে। সুতরাং কুরআন ও বিজ্ঞানের মধ্যে এক্ষেত্রে সংঘর্ষ দেখা যাচ্ছে না। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপ‌নি সূরা নিসা এর ৩৩ নং আয়াত‌টি প‌ড়ে দে‌খুন আশাক‌রি সব বুঝ‌তে পার‌বেন।

وَهُوَ الَّذِي خَلَقَ اللَّيْلَ وَالنَّهَارَ وَالشَّمْسَ وَالْقَمَرَ كُلٌّ فِي فَلَكٍ يَسْبَحُونَ

তিনিই সৃষ্টি করেছেন রাত্রি ও দিন এবং সূর্য ও চন্দ্র। সবাই আপন আপন কক্ষপথে বিচরণ করে।  

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Unknown

Call

আপনার প্রশ্ন হলো "কোরআন বলে সূর্য ঘোরে, বিজ্ঞান বলে পৃথিবী সূর্যের চারোদিকে ঘুরে" এর মধ্যে কোনটা সত্য।

উত্তরটা হলো দুটিই সত্য। 

কোরআন বলে সূর্য ঘোরে বিজ্ঞানও বলে সূর্য ঘোরে। 

কোরআন এখানে ঘোরে বলতে সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে এটা বুঝায়নি। বুঝানো হয়েছে যে সূর্য নিজ অক্ষে এবং নিজ কক্ষপথে অনবরত ঘূর্ণায়মান। একইভাবে পৃথিবীও নিজ অক্ষে এবং নিজ কক্ষপথে ঘূর্ণায়মান। পৃথিবীর কক্ষপথ সূর্যকে ঘিরে অবস্থিত। যদিও কোরআনে তা উল্লেখ নেই, তবে কোরআনে এটি অস্বীকারও করা হয়নি।

সুতরাং আপনি যদি উলটো বুঝেন তাহলে সেটা আপনার সীমাবদ্ধতা। উল্লিখিত কোরআনিক তথ্যগুলোর কোনটাই বিজ্ঞানের বিপরীতে যায়নি। বিজ্ঞানেও হুবহু একই কথা বলে। পৃথিবী যেমন নিজ অক্ষ ও কক্ষপথে বিচরণশীল তেমনি সূর্যও নিজ অক্ষে এবং পুরো সৌরজগত নিয়ে নিজ কক্ষপথে বিচরণ করছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ