Call

বাসা বাড়িতে সকল বিদ্যুত প্যরালালে দেওয়া হয়। কারন প্যারালালে সব সময় ভোল্টেজ সমান থাকে আর যেকোনো একটি লোড নষ্ট হয়ে গেলেও অন্যান্য লোড সচল থাকে।। আর সিরিজে একটি লোড নষ্ট হয়ে গেলে বাকি গুলো আর সচল থাকে না।

Call

প্রত্যেক বৈদ্যুতিক যন্ত্র যাতে সমান ভোল্টেজ পায় সেজন্যে সমান্তরালে দেওয়া হয়। যদি শ্রেনীতে দেওয়া হতো তবে সকল যন্ত্র সমান ভোল্টেজ পেত না যারফলে বৈদ্যুতিক যন্ত্রের আউটপুট খারাপ হতো যেমন বাতির উজ্বলতা কম হতো বা ফ্যান আস্তে ঘুরতো ইত্যাদি। বিস্তারিত জানতে HSC Physics 2nd Paper(২০০১-২০১৪ সংস্করনের বইগুলো) - যেকোনো লেখকের বই দেখতে পারেন। ধন্যবাদ

Call

বাড়ির সব সংযোগ প্যারালালে দেওয়া হয় অর্থাৎ সব সংযোগ সমান্তরালে দেওয়া হয়। সমান্তরাল বর্তনীতে বৈদ্যুতিক উপকরণের একপ্রান্ত একটি নির্দিষ্ট বিন্দুতে এবং অন্য প্রান্ত অন্য একটি নির্দিষ্ট বিন্দুতে যুক্ত থাকে, এবং ওই দুই বিন্দু বিদ্যুৎ উৎসের সাথে সংযুক্ত থাকে। একটি উপকরণ অচল হয়ে গেলে অন্যগুলো সচল থাকে। এই বর্তনীতে সকল বৈদ্যুতিক উপকরণ তাদের প্রয়োজনমত বিদ্যুৎ প্রবাহ পায়। এবং এগুলোর নিয়ন্ত্রণের জন্য আলাদা সুইচ ব্যবহার করা যায়।