Call

হৃদরোগ বিশেষজ্ঞের সাথে দেখা করুন,  যাবার আগে একটা ইসিজি করিয়ে রিপোর্টটা সাথে নিয়ে যাবেন। মনে রাখবেন বুকের ব্যাথা নিয়ে একেবারেই অলসতা করা উচিৎ না। হয়ত আপনার গ্যাস জাতীয় সমস্যা হতে পারে নয়ত হাটে'র সমস্যা হতে  পারে। সে যাইহোক অপেক্ষা না করে বিশেষজ্ঞের সরনাপন্ন হোন এবং চিন্তামুক্ত জীবন যাপন করুন।