আমার clash of clan এর account অন্য একটি ডিভাইসে নিতে চাচ্ছি। কিভাবে সেই account অন্য ডিভাইসে নেয়া যাবে?
Share with your friends

তার jonno আপনার ID টি Email টি গুগল play games এ sign in করা থাকতে হবে।তারপর Clash of Clans গেম্সে গিয়ে Settings এ দেখুন Google Device Connected করা লেখা আছে সেখানে গিয়ে Google Device Disconnected করে নতুন গেম্সের জিমেইল আইডি যোগ করেতে হবে। তার পর আপনি নতুন গেম্স আইডিতে যেতে চান যদি তাহলে একটি CONFIRM লেখার বক্স আসবে সেইখানে CONFIRM লেখে OK করলেই আপনার অন্য গেম্স আইডিতে চলে যাবে। আবার একই নিয়মে আপনার পুরোনো আইডিতে ফিরে আসতে পারবেন।

Call

আপনি ইমেইল এড্রেস যুক্ত করে নিতে পারেন আর এইটাই সমচেয়ে সহজ ও নিরাপদ।