রোজা রেখে কোনো মুভি দেথলে কি রোজা ভেঙ্গে যাবে?



শেয়ার করুন বন্ধুর সাথে
Yakub Ali

Call

রোজা রাখা অবস্থায় অবশ্যই অশ্লিল ও

নিষিদ্ধ কার্যবলী থেকে বিরত থাকতে হবে


এতে রোজা ভঙ্গ না হলেও রোজা মাকরুহ হবে

রোযা বা সিয়াম একটি ফরজ ইবাদত।এটি ভেঙে যাওয়ার যেসব কারণ রয়েছে তার মধ্যে কোনো কিছু দেখা বা শোনার বিষয় কোনোভাবেই অন্তর্ভুক্ত নয়।তবে মুভিটি যদি অশ্লীল হয় এর জন্য আলাদাভাবে পাপ হবে তবে এজন্য কোনোভাবেই রোযা ভেঙে যাওয়ার প্রশ্ন আসেনা।

জি নাহ আপনার রোযা মাকরুহ বা হালকা হতে পারে যদি অশ্লীল কিছু দেখেন।কিন্তু কোনভাবেই রোযা ভাংবে নাহ।আর রোযা মানেই হল অশ্লীল বা পাপ থেকে বিরত থাকা।ধন্যবাদ।

Call

না মাকরূহ হবে✔