[আগের প্রশ্ন সম্পর্কিত] আমার শরির আসলে খুব কাচা মানে, কাটা ক্ষত শুকাতে অনেক বেশি সময় লাগে। ১৩-০৬-১৬ তারিখ এক্সিডেন্টের ঘা এখনো সারেনি। Cefuroxime 500+ Flucox 500 খাচ্ছি। ডাক্তার কোন মলম লেখেননি। আমার প্রশ্ন হলো এ ওষুধগুলোর পাশাপাশি যদি Bactrocin (ব্যাকট্রসিন) মলম ব্যাবহার করি তা ঠিক হবে কিনা? বা অন্য কোন ওষুধ আছে কিনা? আন্তরিক জবাব চাই প্লীজ … আমি একজন ছাত্র। মোটামুটি গরিব বলা যায় এই ৬দিনে চিকিৎসায় আমার ৩৩০০ টাকারও বেশি খরচ গেছে। সারাদিন বাসায় পড়ে থাকতে হচ্ছে। আমার টিউশনি চলে যাওয়ার অবস্থা। দয়া করে কেউ কার্যকরী কোন পরামর্শ দিন যাতে তাড়াতাড়ি সুস্থ হই। ধন্যবাদ।
Share with your friends
Yakub Ali

Call
আপনার শরিরের ক্ষত প্রতিরোধ ক্ষমতা

কম, bactrocin ইনফেকশন  সারায়।

তবে আপনাকে উচ্চ ক্ষমতা সম্পন্ন ঔষধ

দিয়েছে তাই অন্য ঔষধের প্রয়োজন নেই।

আপনি বেশি করে লেবু বা ভিটামিন সি

খেতে থাকুন, এতে ক্ষত তাড়াতাড়ি

শুকিয়ে যাবে।

মলম টি কম পরিমাণে ব্যবহার করতে

পারেন।
Talk Doctor Online in Bissoy App