Yakub Ali

Call

চিকিৎসাবিদ্যায় ফুসকুড়ি বা ফোসকাকে বলা হয় furuncle (বিষফোড়া), এটি সাধারণত দেহের লোমকূপে হয়ে থাকে। এই সমস্যাটি বিশেষ করে দেহের মুখ, বগল, পিঠ, ঘাড়, গলা, নিতম্বে হয়ে থাকে। সাধারণত এমন ফুসকুড়ি সাদা ও হলুদ বর্নের হয়ে থাকে এবং খুব দ্রুত দেহের অন্য স্থানেও ছড়িয়ে যেতে পারে।

এই ফোসকাগুলো খুব ব্যথাদায়ক হয় ও ভেতরে পুঁজ হয়ে থাকে এবং কয়েকদিন গেলেই এর আকার বৃদ্ধি পেতে থাকে।

দেহে এই ফোসকা বা বিষফোড়ার দেখা দেয় staphylococcal ব্যাকটেরিয়ার কারণে। এছাড়াও ফোসকা হওয়ার আরও কিছু কারণ হল- ক্ষতিগ্রস্ত follicle, দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা, ঘাম গ্রন্থিতে সংক্রামন, অপরিষ্কার থাকা, দেহে পুষ্টির অভাব, ক্রনিক রোগ। তাছাড়া যাঁদের ডায়াবেটিস আছে তাঁদের ফোসকা হওয়ার সম্ভবনা বেশি থাকে।

প্রায় সময়ই এই ধরণের ফোসকা সমস্যাগুলো ঘরে বসেই সারিয়ে তোলা হয়।তবে দেহের ভিতরের দিকে যে ফোসকা হয়ে থাকে তা খুব যন্ত্রণাদায়ক হয়ে থাকে, আর যদি ২ সপ্তাহেও এই ফোসকা ভালো নয় ও এর কারণে জ্বর আসে তাহলে ডাক্তার দেখানো উচিৎ।

এন্টিবায়োটিক সেবনের ও প্রয়োজন হতে পারে।