শেয়ার করুন বন্ধুর সাথে
Call

দুপুরের সূর্যরশ্মিকে সকালের মতো তির্যকভাবে না এসে কিছুটা সোজাভাবে এসে ভূপৃষ্ঠ সংলগ্ন অপেক্ষাকৃত কম ঘন বায়ুমণ্ডল অতিক্রম করতে হয়।আর এ সময় তাপ কম হ্রাস পায় বলে তাপও বেশি থাকে।

Yakub Ali

Call

দুপুরে সূর্য আমাদের মাথার ওপর থেকে

 খাড়াভাবে কিরণ দেয়। সূর্য খাড়াভাবে

 কিরণ দিলে বায়ুমণ্ডলের কম স্তরের ভেতর

 দিয়ে আসে এবং কম জায়গায় ঘন হয়ে পড়ে

এতে সূর্যের তাপ বেশি পড়ে।

তাই দুপুরবেলা রোদের তাপ বেশি লাগে।


তথ্যসুত্রঃ Daily jugantor