বিস্ময় একটা উন্মুক্ত ফোরাম। এখানে যে কেউ সদস্য হয়ে প্রশ্ন করতে পারে আবার যে কোন প্রশ্নের স্বঠিক উত্তর দিতে পারে। ভূল উত্তর হলে মডারেটরগণ সতর্কতার সাথে যাচাই করার চেষ্টা করে আবার সদস্যরাও ভূল উত্তরে মন্তব্য করে চিহ্নিত করতে পারে। তারপরও প্রশ্নকর্তার ভূল-শুদ্ধ যাচাই করার নুন্যতম জ্ঞান থাকা উচিত।