ওয়াইফাই কত দুর থিকে লাইন পায়?
শেয়ার করুন বন্ধুর সাথে

Call

ডিভাইসের মডেল এবং ক্ষমতা ভেদে WiFi এর রেঞ্জ বিভিন্ন হয়ে থাকে। WiFi রাউটার অথবা কম্পিউটার বা মোবাইলকে WiFi Hotspot বানালে এদের রেঞ্জ ভিন্ন ভিন্ন হয়। একটি কম্পিউটার বা মোবাইলকে WiFi Hotspot বানালে বদ্ধ জায়গায় এদের রেঞ্জ হয় প্রায় ৪৫ মিটার (১৫০ ফুট) এর মতো। খোলা জায়গায় আরেকটু বেশি হয়ে থাকে। আর WiFi রাউটারের মডেল, ফ্রিকুয়েন্সি এবং ব্যান্ডউইথ ভেদে রেঞ্জ ২০ মিটার (৬৬ ফুট) থেকে ১০০০ মিটার (৩০০০ ফুট) হয়ে থাকে।