শেয়ার করুন বন্ধুর সাথে

সম্মোহনী নেতৃত্ব হচ্ছে সেই সকল নেতা যারা তাদের ষষ্ঠ ইন্দ্রিয় সর্বচ্চ ব্যবহার করে নিজের জ্ঞান, মহানুভবতা, আত্মত্যাগ, উদারতার মাধ্যমে নিজের আচার-আচরনে সাধারন মানুষের হৃদয় জয় করতে পারেন। এধরনের নেতারা মানুষের মনভাব বুঝতে পারে সহজেই সুদূর ভবিষ্যতের বিষয়ে স্বঠিক ধারনা করতে পারেন আর তাদের কথা-বার্তায় চাল-চলনে মানুষকে আকৃষ্ট করতে পারে সহজেই। যেমনঃ শেখ মুজিবুর রহমান, মহাত্মা গান্ধী, ভ্লাদিমি পুতিন, আয়াতুল্লাহ খোমেনি, ফিদেল ক্যাস্ট্রো, সুবাস চন্দ্র বসু, সম্রাট জালালউদ্দিন মোহাম্মদ ইত্যাদি।