আপনি হয়তো কিছুদিন আগে আপনার নাম পরিবর্তন করেছিলেন যার মেয়াদ এখনও দুই মাস হয়নি। আর একবার নাম বদলালে দুই মাসের মধ্যে বদলাতে পারবেন না। আর যদি এটা না হয় তাহলে Firefox ব্রাউজার বা অ্যানড্রয়েড এর ডিফল্ট ব্রাউজার দিয়ে চেষ্টা করুন হয়ে যাবে।

SohagRaha

Call

ফেসবুক কোন প্রচলিত Adjective কে নাম হিসেবে দিতে সম্মতি প্রদান করে না ৷ তাই এই সমস্যা ফেসবুকে হয়তো God Boy লেখা অন্য আইডি পেতে পারেন ৷ সেটা অন্য কোন ভাষার কিবোর্ড গিয়ে লেখা যেটা দেখতে অনেকটা ইংরেজী এর মতন ৷ আসা করি বুঝতে পেরেছেন ৷