Unknown

Call

প্রশ্ন দেখে, বুঝে তার মূল শব্দ গুলো লিখে সার্চ দিন, যেমন: প্রশ্ন যদি থাকে: "চুল পড়ছে, কি করবো?" তখন আপনাকে সার্চ দিতে হবে "চুল পড়া রোধ করার উপায়" এটা লিখে, এরকম করে প্রশ্নকে একটা বোধগম্য সরল বাক্যে রুপান্তর করতে হবে। বাংলায় সার্চ দিয়ে পাওয়া না গেলে ইংরেজিতে দিতে হবে, এজন্য অবশ্য আপনার ইংরেজি বুঝা ও জানার প্রয়োজন। জাভাস্ক্রিপ্ট সাপোর্টেড ব্রাউজার ব্যাবহার করুন। ২ মিনিটে বের করতে পারবেন কিনা তা আপনার চর্চা আর গতির উপর নির্ভরশীল।

Call

এটা কখনো সম্ভব নয়, কোন সারচ ইঞ্জিন নেই,যা সব প্রশ্নের উত্তর দিতে পারে,তবে হ্যাঁ আপনি গুগুলে প্রায় প্রশ্নের উত্তর পাবেন,তবে মডিফাই করতে হবে।