Unknown

Call

অবশ্যই হবে। গায়ে হলুদ দেওয়াটা বাঙ্গালি সংস্কৃতির অংশ মাত্র, বিয়ে হওয়া না হওয়ায় এর আদৌ ভুমিকা নেই।

বিয়েতে গায়ে হলুদ না দিলে অবশ্যই বিবাহ হবে। এবং সে বিয়ে অনেক বেশি কল্যাণকর ও বর্কতময় হবে। কারণ গায়ে হলুদ অনুষ্ঠানটি সম্পূর্ণ হিন্দুয়ানী কালচার। বিধর্মীদের কালচার মুসলিমদের জন্য পালন করা কোনো ক্রমেই বৈধ নয়। দেখুন হিন্দুদের লেখা অভিধান গ্রন্থ সংসদ বাংলা অভিধানে গায় হলুদের কি অর্থ করা হয়েছে : গায়ে হলুদ- বিবাহের অব্যবহিত পূর্বে পাত্রপাত্রীকে হলুদ মাখাইয়া স্নান করানর হিন্দু সংস্কারবিশেষ। পৃ. ১৬৯। সুতরাং মুসলিমরা কি এ জাতীয় অনুষ্ঠান পালন  করতে পারে?