Call

এটা অনেক কারণ হতে পারে যা রোগীকে পর্যবেক্ষণ ও রোগীর থেকে কিছু প্রশ্নের উওর না জেনে বলা সম্ভব না | এ মুহুর্তে আপনার জন্য পরামর্শ যেহেতু আপনি এলোপ্যথিক চিকিৎসা করিয়েছেন কিন্তু কোন ভাল ফলাফল পান নি | তাই অতি দ্রুত আপনি কোন অভিজ্ঞ হোমিও BHMS ডিগ্রীধারী ডাক্তারের চিকিৎসা করান | তারপরও যদি ভাল না হয় তখন কোন ভাল হুজুর,কবিরাজকে দেখাবেন |

Talk Doctor Online in Bissoy App

কেনো এমন হচ্ছে এই অল্প কথায় বুঝ মশকিল,তবে ওকে বলবেন বেশি ঝাল,তৈল,ভাজা,ভাসি খাবার আপদতের জন্য বন্ধ রাখতে! আর বলুন নিয়মিত খাবার খেতে,ক্ষুদা লাগলে খাবার খেতে! সকাল ও রাতে ইসুবগুলের ভূসির শরবত পান করতে,সাথে খনকার বা হুজুরে চিকিয়সা নিন! এভাবে এক সপ্তাহ চলতে বলুন! যদি ভালো না হয় তাহলো বিশেষজ্ঞ ও অভিজ্ঞ ডাক্তার দেখান! দ্রুত চিকিৎসা নিন

Talk Doctor Online in Bissoy App

এটাকে P.U.D বলে। € cap-lanso 30 1+0+1 খাবার ৩০ মিঃ আগে। € tab- dompi 1+0+1 খাবার ৩০ মিঃ আগে। € sy- algasid 2চামচ করে খাবার পর। € tab- tixol 1+0+0 খাবার পর। এভাবে কিছুদিন খেতে বলুন। টক, ঝাল, বাসী, ভাজা তেল জাতীয় খাবার পরিহার করুন এবং পানি বেশী খাবেন।

Talk Doctor Online in Bissoy App