শেয়ার করুন বন্ধুর সাথে
AbdulHalim

Call
বিনামূল্যে টেলিটকের আগামী সিম পেতে হলে আপনার করনীয় ২০১৫ সালে এসএসসি- তে জিপিএ-৫ প্রাপ্ত সকল ছা্ত্র-ছাত্রী এবং সেইসাথে ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত এসএসসি তে জিপিএ-৫ প্রাপ্ত যেসব ছাত্র-ছাত্রী আগামী সিম নিতে পারেনি, তারাও এবার সিমের জন্য রেজিস্ট্রেশন করতে পারবে। রেজিস্ট্রেশন শুরু ১লা আগস্ট ২০১৫ থেকে। প্রতিবছরের ন্যায় এবারও এসএসসি-তে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী ছাত্র- ছাত্রীদের টেলিটক দিচ্ছে ফ্রি সংযোগ, বান্ডল অফারসহ দেশের সর্বনিম্ন ট্যারিফের সুবিধা। সিম পেতে হলে আপনাকে যা যা করতে হবে : ১. প্রথমে যেকোন টেলিটক সিম থেকে GPA5BoardRollPassing yearMobile no লিখে 16222 এ SMS করতে হবে। [ এখানে, Roll নাম্বার এস.এস.সি. – এর,Passing Year 2014/2015, মোবাইল নাম্বার আপনার নিজের যেকোন নাম্বার দিবেন। ] উদাহরণ – GPA5 Dhaka 123456 2015 01 ২. ফিরতি SMS এ আপনি আপনার নাম ও একটি রেজিস্টেশন কোড নাম্বার পাবেন। ৩. এরপর অনলাইন রেজিস্ট্রেশন এর জন্য http:// agami.teletalk.com.bd –তে ভিজিট করে সকল তথ্য অবশ্যই পূরন করতে হবে।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ