Call

ইংরেজিতে অফিসিয়াল নাম হচ্ছে "Republic of India" (রিপাবলিক অফ ইন্ডিয়া) আর হিন্দিতে " भारत गणराज्य " (উচ্চারনঃ ভারত গণরাজ্য)। "সিন্ধু নদ" কে আদি পারসিয়রা "হিন্দু" বলত। আর প্রাচীন গ্রিকরা ভারতবাসীদের বলত ইন্দোই বা ইন্দাস অর্থাৎ সিন্ধু নদের অববাহিকার বাসিন্দা। ধারনা করা হয় এভাবেই কালের বিবর্তনে ইন্ডিয়া নামের উৎপত্তি। যদিও এ নিয়ে মতভেদ রয়েছে।