শেয়ার করুন বন্ধুর সাথে
Call

একটি গতিশীল সামাজিক বিজ্ঞান।

পৌরনীতি হলো নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। ই. এম হোয়াইট যথার্থই বলেছেন-পৌরনীতি হলো জ্ঞানের সেই মূল্যবান শাখা,যা নাগরিকের অতীত বর্তমান ও ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মানবতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করে।