Call

বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বিচ্ছিন্নভাবে বিভিন্ন বিষয়ে কনটেন্ট তৈরি করছে। এসব ডিজিটাল কনটেন্ট একটি স্থানে সমন্বিত করার প্রয়াসে ই-তথ্যকোষ তৈরির উদ্যোগ গৃহীত হয়েছে। এ সমস্ত কনটেন্ট বাংলা ভাষায় উপস্থাপন করা হয়েছে। এই কনটেন্টসমূহ সহজে খুঁজে পাবার জন্য সার্চ কম্পোনেন্ট সংযুক্ত করা হয়েছে। এই সার্চ কম্পোনেন্ট শুধুমাত্র ই-তথ্যকোষে প্রদত্ত কনটেন্টসমূহ খুঁজে নিয়ে আসতে সক্ষম। পক্ষান্তরে, গুগল বা ইয়াহু মূলত: একটি সার্চইঞ্জিন যা যেকোন ওয়েব থেকে সংশ্লিষ্ট তথ্য খুঁজে নিয়ে আসতে সক্ষম।