শেয়ার করুন বন্ধুর সাথে

পশ্চিম পাঞ্জাবের শিয়ালকোটে ।

মহাকবি স্যার ডক্টর আল্লামা মোহাম্মদ ইকবাল ১৮৭৭ সালে পাঞ্জাবের শিয়ালকোটে এক সম্ভ্রান্ত মুসলীম পরিবারে জন্ম গ্রহণ করেন ।তার খ্যাতি বিশ্ব জুড়ে । পৃথিবীতে তিনিই একমাত্র দার্শনিক কবি । তিনি ১৫ হাজার চরণ রচনা করেন । ৯ হাজার ফার্সীতে ও ৬ হাজার উর্দূতে । তাছাড়া আরো আছে তার লিখা এক হাজারেরও অধিক প্রবন্ধ- গদ্য এবং বক্তৃতা ও বিবৃতি ।তিনিই পৃথিবীর একমাত্র কবি যার চিন্তার ফসল একটি স্বাধীন রাষ্ট্র যা বর্তমানের পাকিস্থান ও আমাদের বাংলাদেশ(১৯৭১ সালে ভাগ হয়েছে বালাদেশ) । তিনি তাঁর  লিখনির মাধ্যমে যেমন হলুদ পৃথিবীর বিবর্ণ চোখে এঁকে দিয়েছেন সামুদ্রিক স্বপ্ন তদ্রুপ ধুলায় পতিত মানুষকে নিয়ে এসেছেন নিলীমার কাছ কাছি । ধন্যবাদ ।