Sanjoyrand1

Call

CAT এবং ACCA একটি বিশ্বমানের প্রফেশনাল কোর্স যা HSC বা SSC করে মাত্র চার বছর সময় লাগে ACCA ডিগ্রী অর্জন করতে এবং তিন বছরে Accounting (Hons) সার্টিফিকেট পাওয়া যায়। কোর্সটি পড়ানোর জন্য বাংলাদেশে অসংখ্য কোচিং প্রাইভেট সেন্টার  সেন্টার, ইনষ্টিটিউট ও ইউনিভার্সিটি কলেজ থাকলেও এর বেশীর ভাগ প্রতিষ্ঠানই ছাত্রছাত্রীর পড়াশোনার প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দিতে ব্যর্থ হচ্ছে। ফলে শিক্ষার্থীরা ভর্তি হওয়ার পরে এক ধরনের প্রতারণার শিকার হচ্ছে বৈকি। তাই ভর্তি হওয়ার সময় একজন শিক্ষার্থী এবং অভিভাবককে যে গুরুত্বপূর্ন বিষয়গুলি বিশেষ বিবেচনায় আনতে হবে-

  • প্রতিষ্ঠানটি ACCA কর্তৃক অনুমোদিত কিনা? যেমন Gold Status আছে কিনা?
  • কোর্সটি পড়ানোর ক্ষেত্রে প্রতিষ্ঠানটির অভিজ্ঞতা কত দিনের?
  • প্রতিষ্ঠানের কাঠামোগত অবস্থান, ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি কেমন?
  • শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী প্রয়োজনীয় ক্লাসরুম আছে কি না?
  • কম্পিউটার ল্যাব+ইন্টারনেট সুবিধা আছে কিনা?
  • লাইব্রেরী আছে কিনা, থাকলে কতগুলো বই ACCA, CAT এর জন্য আছে এবং সেগুলো পর্যাপ্ত কিনা, এছাড়া লাইব্রেরীতে গ্রুপ স্ট্যাডি করার মত জায়গা আছে কিনা?
  • ACCA এবং CAT এর বইগুলো প্রতিনিয়ত পরিবর্তন হয় সে অনুযায়ী Updated এবং Latest বই গুলো আছে কিনা?
Talk Doctor Online in Bissoy App