শেয়ার করুন বন্ধুর সাথে
Call

বিশুদ্ধ (১০০%) সালফিউরিক এসিড (H2SO4) এর মধ্যে উচ্চ চাপে সালফার ট্রাই অক্সাইড (SO3) গ্যাস দ্রবীভূত করলে পাইরোসালফিউরিক এসিড (H2S2O7) উত্‍পন্ন হয় । একে বায়ুতে উন্মুক্ত রাখলে অতিরিক্ত সালফার ট্রাই অক্সাইড গ্যাস ধোঁয়ার আকারে বেরিয়ে আসে । এটিকে ফিউমিং সালফিউরিক এসিড বা ধূমায়িত সালফিউরিক এসিড বলে ।