শেয়ার করুন বন্ধুর সাথে
Sanjoyrand1

Call

অনিয়মিত মাসিক ডিম্ব পরস্ফুটণের হার কম পলি সিষ্টিক ওভারী সিনড্রম শরীরে হরমোনের পরিবর্তন সেক্স হরমোন নি:স্বরণ ও কার্যকারিতার পরিবর্তন। অতিরিক্ত ওজনের কারণে যারা গর্ভধারণ করতে পারছেন না, তাদেরকে ডাক্তার পরামর্শ দিচ্ছেন ওজন কমানোর। কারণ অতিরিক্ত ওজন কমিয়ে ফেললে গর্ভধারণের সম্ভাবনা বাড়ে। গবেষণায় দেখা যায় ১০-১৫ কেজি ওজন কমালে যাদের অতিরিক্ত ওজন তাদের ক্ষেত্রে ৮৯.৬% > নিয়মিত ভাবে ডিম্ব পরস্ফুিটন হচ্ছে, ৭৭.৬% গর্ভধারণ হয়েছে, ৬৭% সন্তান জন্মদান করেছেন। অতএব অতিরিক্ত ওজন কমাতে পারলে যে গর্ভধারণের সম্ভাবনা বাড়ে তা বৈজ্ঞানিক গবেষণা দ্বারা প্রমাণিত। তাই গর্ভধারণের ইচ্ছুক মহিলার শরীরের ওজন স্বাভাবিক থাকা আবশ্যক। অতিরিক্ত ওজন নিয়ে গর্ভধারণ করলেও বার বার গর্ভপাত ঘটার ঘটনাও অনেক।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ