RafiaBegum

Call

অবশ্যই হবে। কারণ আযাব হবে রূহের উপর। কেননা শরীর তো মাটির সাথে মিশে যাবে। তাছাড়া যেহেতু বিষয়টি গায়েবের সাথে সম্পৃক্ত, তাই এ কথা বলা যাবে না যে, দেহের কোন আযাবই হবে না। যদিও তা নষ্ট হয়ে গেছে বা পুড়ে ছাই হয়ে গেছে। বিষয়টি পরকালের সাথে সম্পৃক্ত। দুনিয়াতে দৃশ্যমান কোন বস্তর সাথে পরকালের গায়েবী বিষয়ের তুলনা চলেনা। বিষয়/প্রশ্নঃ (৫৩) গ্রন্থের নামঃ ফাতাওয়া আরকানুল ইসলাম বিভাগের নামঃ ঈমান লেখকের নামঃ শাইখ মুহাম্মাদ বিন সালিহ আল-উসাইমীন (রহঃ) অনুবাদ করেছেনঃ আবদুল্লাহ শাহেদ আল মাদানি - আবদুল্লাহ আল কাফী

ভাই আজাব হয় আত্মার শরীরের নয়। শরীর যে
অবস্থাতেই থাকুক বিচার হয় আত্মার। কিন্তু মানুষ
মৃত্যুর সঙ্গে সঙ্গে তার শরীর পুনরায় তৈরি করা হয়।
এ সমাপর্কে আল্লাহ সুরা কিয়ামাহ এ বলেছেন,
"মানুষ কি মনে করে আমি তার অস্থিসমুহকে একত্র
করতে পারবো না? পরন্ত আমি।তার অঙ্গ গুলি
পর্যন্ত সঠিকভাবে সন্নিবেশ করতে সক্ষম" (৩ও ৪)
আর তারপর অনন্তকাল যাবৎ আত্মার শাস্তি হতে
থাকবে তার যে অবস্থা ই হোকনা কেন