শেয়ার করুন বন্ধুর সাথে
মানুষ বানান্ বিশ্লেষণ:
ম্+আ+ন্+উ+ষ্+অ উচ্চারণ: ma.nuʃ (মা.নুশ্) শব্দ-উৎস: সংস্কৃত মানুষ> বাংলা মানুষ।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
মনু + অ (অণ্), ষ-এর আগম। হিন্দু পৌরাণিক কাহিনি মতে− ব্রহ্মার মন থেকে উদ্ভূত হয়েছিলেন মনু । আর মনু থেকে মানুষ জাতির উৎপত্তি হয়েছিল। সংস্কৃত ব্যাকরণে মনুর সন্তান অর্থে মানুষজাতিকে নির্দেশ করা হয়েছে।