ইংরেজি শব্দের শেষে কখন s বসে আর কখন বহুবচন হলেও বসে নাহ?? অনেক সময় দেখা যায় যে সময় এর ক্ষেত্রে s বসে নাহ আবার অনেক সময় s বসে। কেউ যদি বুঝিয়ে বলতেন। ধন্যবাদ।
Share with your friends
Call

Sub যখন 3rd person singular number হয়।তখন verb এর সাথে (s বা es) যুক্ত হয়।তাছাড়া কিছু কিছু শব্দ আছে যাদের singular number ও যা plural number ও তাই বসে।আর একারণে কিছু কিছু বাক্যে plural number এর সাথে "s" বসে না।এবার মনে হয় ব্যাপারটি বুঝতে পেরেছেন ধন্যবান।