শেয়ার করুন বন্ধুর সাথে
Sakib Ahmed

Call

প্রাণীর ব্যথা পাওয়ার অনুভূতি নির্ভর করে তার মস্তিষ্ক, স্নায়ুতন্ত্র ইত্যাদি আছে কি না তার ওপর। গাছের সে রকম কিছু নেই। তাই এক অর্থে বলা যায়, গাছ আমাদের মতো ব্যথা অনুভব করে না। কিন্তু আঘাত করলে গাছ একধরনের প্রতিক্রিয়া প্রকাশ করে। একে যদি ব্যথা পাওয়া বলি, তাহলে গাছ অবশ্যই ব্যথা পায়। একটা ডাল কেটে ফেললে গাছ এক ধরনের রাসায়নিক সংকেত বাতাসে ছড়িয়ে দেয়। এভাবে সে মূলত তার শাখা-প্রশাখা ও পার্শ্ববর্তী গাছপালাকে সতর্ক করে। এর ফলে গাছ তার কোষপুঞ্জের মাধ্যমে আত্মরক্ষাব্যবস্থা সক্রিয় করার চেষ্টা করে। তখন সে অন্যদিকে তার ডালপালা বিস্তৃত করে, যেন আবার বিপদে পড়তে না হয়।

সূত্রঃhttps://www.google.com/amp/www.prothomalo.com/amp/technology/article/120283/%25E0%25A6%2595%25E0%25A6%25BE%25E0%25A6%259F%25E0%25A6%25B2%25E0%25A7%2587-%25E0%25A6%2597%25E0%25A6%25BE%25E0%25A6%259B-%25E0%25A6%2595%25E0%25A6%25BF-%25E0%25A6%25AC%25E0%25A7%258D%25E0%25A6%25AF%25E0%25A6%25A5%25E0%25A6%25BE-%25E0%25A6%25AA%25E0%25A6%25BE%25E0%25A7%259F

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

অবশ্যই গাছ ব্যাথা পাই।কেননা কোন এক হাদিসে এসেছে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এক ব্যাক্তিকে গাছের পাতা ছিড়তে দেখে বলেন, " তোমার চুল ছিড়লে তুমি যেমন ব্যাথা পাও , গাছও তেমনি ব্যাথা পায় "।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Sujon Max

Call

বৃক্ষের জীবন আছে কিন্তু ব্রেইন কিংবা মানুষ কিংবা অন্যান্য প্রানীর মত কোন নার্ভ সেল না থাকার কারনে তাদের অনুভূতির অভিব্যক্তিটাও অন্যভাবে প্রকাশ করে। কোন গাছ যদি পুরোপুরি গোড়া থেকে কেটে ফেলা হয় তবে সেই গাছ তার সংবেদনশীলতা হারিয়ে ফেলে।গাছের সংবেদনশীলতা তার কান্ড-প্রকান্ডে থাকে তাই গাছের কোন কান্ড অংশ কেটে ফেললে তার আশে পাশের কান্ডের পাতা কিংবা ফুল ফলের উপর কিছুটা প্রভাব পরিলক্ষিত হয় কিন্তু সঠিক যত্নের কারনে তা আবার পুনরায় সংবেদনশীলতা ধারন এবং রক্ষা করতে শুরু করে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

গাছ অবশ্যই ব্যাথা পায়।

জীবের পঞ্চম বৈশিষ্ট্য হলো অনুভূতি।গাছ হলো আমাদের মতো জীব।তাই গাছ আঘাত পেলে ব্যাথা পায়।কিন্তু তারা এই অনুভূতি প্রকাশ করতে পারে না।গাছ ব্যাথা পেলে তারা তাদের শরীর থেকে এক ধরণের পদার্থ বের করে দেয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

গাছ নিশ্চয় ব্যাথা পায়

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ