শেয়ার করুন বন্ধুর সাথে
Call

১/আল্লাহর কি কুদরত লাঠির মধ্য শরবত। উত্তর:আখ ২/তোমার বউ আমি আসলে দেয় কিন্তু তুমি আসলে দেয় না উত্তর:ঘোমটা ৩/আমরা দুই ভাই, আসি আর যাই। উত্তর:নিঃশ্বাস প্রশ্বাস ৪/নায়না খায়না তবু তারা সুন্দরী উত্তর:রসুন ৫/আট পা,ষোল হাটু বসে আছে বীর বাটু শূন্যে পেতে জাল,শিকার ধরে সর্বকাল। উত্তর:মাকড়শা ৬/উপরে কাটা,ভিতরে আঠা। উত্তর:কাঁঠাল ৭/আঁধার ঘরে বাদর নাচে না না করলে আরও নাচে উত্তর:জিহ্বা ৮/বলো দেখি ময়না,কোন গন্ধ সয়না উত্তর:দুর্গন্ধ ৯/কোন ফলের বীজ নেই্,বল দেখি দাদা।বলতে না পারলে হবে তুমি গাধা। উত্তর:নারকেল ১০/ছোট্ট দুই পুকুরেতে জল টলমল করে,রাজার বেটার সাধ্য নাই জাল ফেলতে পারে। উত্তর:চোখ