Share with your friends
Call

ধর্ম হচ্ছে মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। আর we felling - We - অর্থ  আমরা আর  feeling - অর্থ অনুভ করছি। We feeling - অর্থ আমরা অনুভব করছি।

Talk Doctor Online in Bissoy App

না ধর্ম We Felling বুঝায় না ?

Talk Doctor Online in Bissoy App
  • ধর্মঃ স্রষ্টা ও তাঁর উপাসনা পদ্ধতির বিষয়ে মতবাদকে ধর্ম বলে। অন‍্যভাবে বললে, স্রষ্টা ও তাঁর উপাসনা পদ্ধতি, আচার-আচরণ ও পরকাল ইত্যাদি বিষয়ের নির্দেশ ও তত্ত্বকে ধর্ম বলে। যেমন:-ইসলাম স্রষ্টা প্রতিষ্ঠিত ও মনোনীত একমাত্র ধর্ম। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি ইত্যাদি মানবসৃষ্ট ধর্ম।
  • মানুষের ধর্মঃ সদাচার, সুনীতি, আচরণবিধি, কর্তব্য ও অকর্তব্য সম্বন্ধে জ্ঞানকে মানুষের ধর্ম বলে।
  • পদার্থের ধর্মঃ জীব বা জড় বস্তুর নিজস্ব গুণকে পদার্থের ধর্ম বলে।
  • পশুধর্মঃ মন্দ কাজ করার ইচ্ছা বা প্রবণতাকে কুপ্রবৃত্তি বা পশুধর্ম বলে।
  • 'We feeling' বলতে বুঝায়ঃ আমরা অনুভব করি। স্রষ্টাকে দেখা যায় না, কিন্তু তিনি যে আছেন, তা আমরা অনুভব করি। বাতাস আমাদের এতো কাছে থাকা সত্ত্বেও তা আমরা দেখতে পাই না, কিন্তু অনুভব করি। আমরা ব‍্যথা পাই, কিন্তু ব‍্যথা দেখতে না পেলেও অনুভব করি। আমরা একে অপরকে ভালোবাসি, কিন্তু ভালোবাসা দেখতে না পেলেও অনুভব করি। এই যে আমরা এতোকিছু দেখতে না পেলেও অস্তিত্ব আছে বলে অনুভব করতে পারি, এটাকেই 'We feeling' বলে। ধন্যবাদ।
Talk Doctor Online in Bissoy App