দয়াকরে বানান ভূল অথবা লাইন ভূল দিবেননা*শুদ্ধ করে লিখে দিবেন
শেয়ার করুন বন্ধুর সাথে

আল্লাহ তোমার মায়া-সিন্ধুর সীমানা যে নাই জীর্ণ আমার জীবন তরী আশায় আশায় বাই || সম্বল আমার তোমার দয়া আরতো কিছু নাই তুমি ছাড়া পথের সাথী আমার কেহ নাই || মরণ পরে পর পারে যখন আমি যাই ভুলিয়ো না অধমেরে দিও কাছে ঠাঁই , বিচার দিনের ভয়াল মাঠে তোমার দয়া চাই || ধন্যবাদ।