বিগত কয়েকদিন থেকে দেখছি বিস্ময়ে ব্রাউজ করার সময় কিছু লেখা আসছে।আর মাঝে মাঝে সাইট টি পিসি বা ডেস্কটপ সাইটের রূপ ধারণ করছে।তারপর পুনরায় ঠিক হয়ে যাচ্ছে।আমি কোনো রকম ফ্রি-বেসিকে বিস্ময় চালায় না।আর কিছুক্ষণ আগে আমি ৫-৬ বার ঢুকার পরও সাইটে প্রবেশই করতে পারছিলাম না।এই লেখাটি আসছিল !image


Share with your friends
Call

বিস্ময় মাঝে মাঝে সার্ভারঘটিত সমস্যায় কারণে এটি হয়ে থাকে । যেমনঃ এই কিছুক্ষণ আগে আমি একটা উত্তর দিয়েছিলাম, তখন হুবহু আপনার ছবির মতোই এসেছিল । যখন এই সমস্যা হবে, তখন আপনার ব্রাউজারটি রিফ্রেশ করে পুনরায় চেষ্টা করুন বা কিছুক্ষণ আবারও চেষ্টা করুন । এভাবে সমস্যাটি এড়ানো যেতে পারে ।

Talk Doctor Online in Bissoy App