Call

কথা সত্যি।তবে ১ ইঞ্চি হবে।২ না।আমি নিজে ৩বার মাঠ করেছি।

৫.৬ থেকে ২ ইন্চি কমিয়ে দরে না। বরং ওরা ২ ইন্চি বাড়িয়ে দরে। আমি নিজে প্রমান পাইছি। ওরা ৫.৬ বলে ডাকে কিন্তু পরে আরো বাড়িয়ে দেয়। তবে হ্যাঁ, সব সময় হয়ত এমন করে না। কিন্তু আমি যে পরিক্ষা দিছিলাম, সেখানে এমন ধোঁকাবাজি করছিলো।