শেয়ার করুন বন্ধুর সাথে
HMMOBAROKBD

Call

صحيح শব্দটি আরবি। বহুবচনে صحاح এর আভিধানিক অর্থ সুস্থ। সাধারণত মানুষের শারীরিক সুস্থতার জন্য ‘সহিহ’ ব্যবহৃত হয়, যেমন হাদিসে এসেছে: ” وَأَنْتَ صَحِيحٌ ” ‘তুমি সুস্থাবস্থায়’ এ থেকেই সনদ ও মতন দোষমুক্ত হলে হাদিসকে সহিহ বলা হয়। ‘সহিহ’-র পারিভাষিক সংজ্ঞা প্রসঙ্গে হাফিজ ইবনে হাজার আসকালানী বলেন : هو ما نقله العدل تام الضبط متصل السند غيرمعلل ولا شاذ . “যে হাদিস মুত্তাসিল সনদ তথা অবিচ্ছিন্ন সনদ পরম্পরায় বর্ণিত হয়, রাবী বা বর্ণনাকারী আদিল ও পূর্ণ আয়ত্বশক্তির অধিকারী হয়, এবং সনদটি শায কিংবা মুআল্লাল নয়; এমন হাদিস কে সহিহ বলে। মোটকথা, হাদিস সহিহ হওয়ার জন্য পাঁচটি শর্ত রয়েছে : ১. সনদ মুত্তাসিল হওয়া। ২. রাবির আদিল হওয়া। ৩. রাবির দ্বাবিত হওয়া। ৪. শায না হওয়া। ৫. মু‘আল্লাল না হওয়া।