আমার একটি অনেক পুরোনো grameen সিম যখন রেজিষ্টেশন সিস্টেম ছিলনা ৷ আর সেটা রেজিষ্ট্রি করার আগেই হারিয়ে যায় ৷ এখন শুধু সিমটির নাম্বারটি মনে আছে আর কিছু নেই ৷ তুলার জন্য অনেক চেস্টা করেছি ৷ কিন্তু পারিনি ৷ ফিঙ্গার নেয় না ৷ এখন কীভাবে সিমটি তুলতে পারবো?
Share with your friends
Call

এখন আপনি আর কোনো ভাবেই সিমটি তুলতে পারবেন না। এই সিমটি তুলার মত বর্তমানে কোনো সিস্টেম নেই।

Call

সিমটি তোলা যেতে পারে। আপনি 121 কল করে বিস্তারিত জানান। এরকম সমস্যা আমারও ছিলো, সলুশন ও পেয়েছিলাম কিন্তু অফিস অনেক ঝামেলা সিম উঠাতে তাই সিমটি উঠাইনি।

Waruf

Call

ঐ সিম আপনি তুলতে পারবেননা। কিন্তু নামবারটি যদি ইনাক্টিভ(কোম্পানি সিম বন্ধ করে দিছিল, সেভাবে বন্ধ থাকলে) থাকে তবে কাস্টমার কেয়ারে যেয়ে কাস্টম নাম্বার হিসাবে ঐ নাম্বারে আরেকটি সিম নিতে পারেন। হয়ত টাকা একটু বেশি নেবে। আর যদি নাম্বারটি অন্য কেউ কিনে নিয়া থাকে তবে আর হবেনা।