শেয়ার করুন বন্ধুর সাথে
Call

image গ্রিক গণিতবিদ আর্কিমিডিস (খ্রি: পূর্ব 287-212) হলেন গণিত এর জনক ।

গণিতের জনক নির্দিষ্টভাবে উল্লেখ করা মুশকিল। ইতিহাস হতে জানা যায়,গণিত এর ব্যবহার সর্বপ্রথম শুরু হয়েছে খ্রিস্টপূর্ব ৪০০০ অব্দে। সুমেরীয় ও ব্যবিলনীয় সভ্যতা গণিতের জনক। তাঁরা গণনার কাজ করতে সর্বপ্রথম গণিতের বিকাশ ঘটায়। (সুত্রঃ সংখ্যা পদ্ধতি, গণিত ও সংখ্যার ইতিহাস)