Share with your friends
Call

আপনার নিকটস্থ কোনো জায়গাতে যাবেন যেখানে ইন্টারনেটের যাবতীয় কাজ করা হয় সেখানে আপনি রেজাল্ট দিয়ে কোথায় চয়েজ দিবেন বলবেন তাহলে তারা দিয়ে দিবে।

নিকটস্থ কোনো অনলাইনের কাজ করে এমন দোকানে গিয়ে বলেন তাহলেই তিনি করে দেবেন।

আপনার ফলাফল প্রকাশের পর কিছুদিনের মধ্যে ভর্তির নোটিশ দিবে। আর ভর্তির প্রক্রিয়াটা হবে অনলাইন ভিত্তিক। তাই ভর্তির আবেদন অনলাইনে করতে হবে। অনলাইনে আবেদন করতে নিকটস্ত কোনো কম্পিউটার দোকানে যান ( যে গুলোতে অনলাইনে আবেদন করা যায়) আপনি শুধু কলেজ নামগুলো আগে থেকেই বাছাই করে নিবেন।  ( ভালো ভালো কলেজ এ ভালো ফলাফল ছাড়া আবেদন করা যায় না)  আপনি সর্বোচ্চ ১০টি কলেজ এবং সর্ব নিম্ন ৫ টি কলেজে আবেদন করতে পারবেন।  তাই আপনি আগে থেকেই কিছু কলেজ বাছাই করে নিবেন । আর কম্পিউটার দোকানে যে কাজ করবে তাকে আপনি কলেজ এর নামগুলো বলবেন উনি করে দিবে। আশা করি বিঝতে পারছেন । তারপরও যদি কোনো জানার থাকে তবে মন্তব্যে বলবেন।   ধন্যবাদ