চিকিৎসায় অ্যাজমা রোগ সম্পূণ নিরাময় হয় না। অ্যাজমা রোগ প্রতিরোধ করা যায়। প্রতিরোধগুলো হলো :- |১| যেসব খাদ্য খেলে শ্বাসকষ্ট বেড়ে যায়, সেগুলো না খাওয়া |২| যেসব জিনিসের সংস্পশ অ্যাজমা বাড়ায় ব্যবহার থেকে বিরত থাকা। যেমন- পশুর লোম, কৃত্রিম আঁশ ইত্যাদি |৩| ধূমপান, গুল, সাদা পাতা, জদা ইত্যাদির ব্যবহার পরিহার করা |৪| শ্বাসকষ্টের সময় রোগীকে তরল খাদ্য খাওয়ানো |৫| স্বাস্থ্যকর পরিবেশে বাস করা |৬| অ্যাজমা রোগীর শ্বাসকষ্ট লাঘবের জন্য সবসময় সাথে ঔষধ রাখা ও প্রয়োজনমতো ব্যবহার করা।