Call

যতগুলো পদ্ধতি আছে তার মধ্যে সবচেয়ে সহজ ও নিরাপদ উপায় হচ্ছে মিলনে কনডম ব্যবহার করা|প্রতিবার মিলনে কনডম ব্যবহার করবেন| এছাড়া নিয়মিত সুুুখি পিল খাওয়ানো যেতে পারে|এই পিল প্রতিদিন একটা করে খেতে হয়|এটা ডাক্তারের সাথে আলোচনা করে খাওয়াবেন| কিন্তু সন্তান ধারণের ক্ষেত্রে এতটা দেরি করা ঠিক নয়|

ইসলামে জন্ম নিয়ন্ত্রনের জন‍্য আযল (কয়শাস ইন্টারাপশাস) বা প্রত‍্যাহার পদ্ধতিকে অনুমোদন দেয়া হয়েছে। অর্থাৎ আপনি আপনার স্ত্রীর সাথে যৌনমিলনের শেষ পর্যায়ে (চরম উত্তেজিত অবস্থায়) যখন বীর্য বের হওয়ার উপক্রম হবে, তখন বীর্য স্ত্রীর যোনীর ভেতর না ফেলে, বাইরে ফেলবেন। এটাই হচ্ছে জন্মনিয়ন্ত্রনের জন‍্য ক্ষতিমুক্ত বা প্বার্শ-প্রতিক্রিয়ামুক্ত সর্বোত্তম উপায়। এই পদ্ধতি অবলম্বন করলে কোনো জটিলতা ছাড়াই কয়েক বছর পর বাচ্চা নিতে পারবেন। তবে যৌনমিলনের সময় সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে বীর্য ভেতরে ঢুকে না যায়। উল্লেখ‍্য, ৩০ দিনের মধ‍্যে মাসিক শুরুর দিন (১দিন), মাসিক শুরুর আগের এক সপ্তাহ (৭দিন) এবং মাসিক শুরুর পরের এক সপ্তাহ (৭দিন), এই ১৫ দিনে সহবাস করলে বাচ্চা হয় না। তবে শুধুমাত্র মাসিকের দিনগুলোতে সহবাস করা ইসলামে নিষিদ্ধ। ধন‍্যবাদ।