কোন জমির পরিমান কিভাবে নির্নয় করতে পারি জানালে উপকৃত হতাম।
শেয়ার করুন বন্ধুর সাথে
Md. Al-Amin

Call

জমির দৈর্ঘ্য এবং প্রস্থ পরিমাপ করে এর ক্ষেত্রফল বের করেন। এরপর প্রাপ্ত ক্ষেত্রফলকে ৪৩৫.৬ দ্বারা ভাগ করেন। তাহলে আপনার জমি কত শতক তা বের হবে। তবে এই পরিমাপ FPS পদ্ধতিতে করতে হবে। যেমন: আপনার জমি পরিমাপ করে দৈর্ঘ্য এবং প্রস্থ পরিমাপ পাওয়া গেল যথাক্রমে ৫০' এবং ৩৫'। এখন দৈর্ঘ্য ও প্রস্থ হতে ক্ষেত্রফল পাওয়া যাবে, ক্ষেত্রফল=৫০×৩৫               =১৭৩৫ বর্গফুট  এবার ৪৩৫.৬ দ্বারা ভাগ করে,            জমির পরিমাণ=১৭৩৬÷৪৩৫.৬                                   =৪.০১৭ শতক

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ