এমন কি app কোনো আছে যেটা আমি মেমোরি কার্ড এর মতো ব্যবহার করতে পারব? অর্থাৎ কোনো ফাইল রাখতে পারব কিন্তু ড্রপবপক্স এর মতো সেটাকে অনলাইন এ ইউজ করতে হবে না, অফলাইন এ ইউজ করতে পারব?
Share with your friends
Call

মেমরি কার্ডের মতো কোনো অফলাইন স্টোরেজ অ্যাপ নেই।যা আছে তার সবগুলোই অনলাইন স্টোরেজ। আপনি গুগল ড্রাইভে ফাইল আপলোড করে রাখতে পারেন(ডেটা চার্জ প্রযোজ্য)। আপনি যদি গুগল ড্রাইভে কোনো ফাইল রাখেন তাহলে তা অফলাইনেও ব্যবহার করতে পারবেন।নিরাপত্তা ব্যবস্থাও খুব ভালো। শুধু ফাইলগুলো মেমরিতে ব্যাকআপ করতে হলে আপনাকে ফাইলগুলো ডাউনলোড করতে হবে।এটা অনলাইন ও অফলাইন দুটোই ব্যবহার করতে পারবেন।। কিন্তু আপনাকে ফাইলগুলো এমবি ব্যবহার করে আপলোড করতে হবে।আর আপনি চাইলে কোনো ফাইল ডাউনলোড করে ডিরেক্ট গুগল ড্রাইভে রাখতে পারবেন।এতে আপনাকে আর আলাদা ভাবে এমবি খরচ করে ফাইলগুলো আপলোড করতে হবে না।

Talk Doctor Online in Bissoy App