আত্ম কর্মসংস্থান ও দারিদ্র দূরীকরণে গবাদিপশু পালনে ভূমিকা?
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আত্নকর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্রতা দূরীকরণে গবাদী পশু পালনের জুঁড়ি মেলা ভার|গবাদী পশু পালন আয়ের অন্যমত উৎস হয়ে দাঁড়িয়েছে|এজন্য সরকার ও বিভিন্ন এনজিও নানাভাবে ঋণ প্রদান করে সহায়তা করছে| এছাড়া কম পুঁজিতে অল্প সময়ে সাবলম্বী হওয়ার প্রধান মাধ্যম হচ্ছে গবাদী পশু পালন|গবাদী পশু পালনের মাধ্যমেই কয়েক বছরের মধ্যে লাখপতি হওয়া সম্ভব| আমাদের দেশে গবাদী পশু পালন করেই অনেক শিক্ষিত বেকার সাবলম্বী হচ্ছে পাশাপাশি অনেকের কর্মসংস্থান হচ্ছে| একটি ছোট ভেঁড়া, ছাগল, গরু, মুরগি খামার থেকে বছর শেষে দ্বিগুণ লাভবান হওয়া একেবারে সহজ ব্যাপার|বর্তমানে ভেঁড়া, টার্কি, মুরগি ও গরু পালন প্রচুর আত্নকর্মসংস্থান সৃষ্টি করছে|