বাক্যটির শুদ্ধরূপ হবে "তুমি,তিনি এবং অামি অাজ বাগানে যাব।" ব্যাখ্যা: কোন বাক্যে উত্তম পুরুষ,মধ্যম পুরুষ এবং নাম পুরুষ এক সাথে থাকলে প্রথমে মধ্যম পুরুষ,এরপর নাম পুরুষ পুরুষ এবং সবার শেষে উত্তম পুরুষ বসে।

আমি+তুমি+সে/তিনি=আমরা। সুতরাং, বাক‍্যটির শুদ্ধরূপ হবে 'আমরা আজ বাগানে যাবো'।