Call

মসজিদ পাঁকা করলে কোনো অসুবিধা হবে না। তবে পাঁকা না করে সুন্নতি মসজিদ নির্মাণ করাই উত্তম। (তথ্যসূত্রঃ "তরীকুল ইসলাম"২য় খন্ড,পৃষ্ঠা নং ২৮৪")

Call

ইসলামে পাকা মসজিদ নির্মাণ করা, ইলেকট্রনিক পাখা, লাইট, এসি ব্যবহার করা যাবে। কারণ সময়ের পরিবর্তন হয়েছে। আবদুল্লাহ ইবনু উমার (রাঃ) হতে বর্ণিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সময়ে মসজিদ তৈরি হয় কাঁচা ইট দিয়ে, তার ছাদ ছিল খেজুরের ডালের, খুঁটি ছিল খেজুর গাছের। আবূ বকর (রাঃ) এতে কিছু বাড়ান নি। অবশ্য উমার (রাঃ) বাড়িয়েছেন। আর তার ভিত্তি তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর যুগে যে ভিত্তি ছিল তার উপর কাঁচা ইট ও খেজুরের ডাল দিয়ে নির্মাণ করেন এবং তিনি খুঁটিগুলো পরিবর্তন করে কাঠের লাগান। অতঃপর উসমান (রাঃ) তাতে পরিবর্তন সাধন করেন এবং অনেক বৃদ্ধি করেন। তিনি দেয়াল তৈরি করেন নকশী পাথর ও চুন-সুরকি দিয়ে। খুঁটিও দেন নকশা করা পাথরের, আর ছাদ বানিয়েছিলেন সেগুন কাঠের। (সহীহ বুখারী হাদিস নম্বরঃ ৪৪৬, আধুনিক প্রকাশনীঃ ৪২৭, ইসলামী ফাউন্ডেশনঃ ৪৩৩)